পোস্টগুলি

বিজনেস পেজ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ফেসবুকে সেল বাড়ানোর সুনিদিষ্ট কার্যকর উপায়

ছবি
এ এফ এম তানভীর নবী   আপনারা ফেসবুক ব্যবহার করেন এবং ব্যবসা বাড়াতে চান। ফেসবুক ব্যবহারকারীদের অনেকই সামাজিক সর্ম্পক এবং পারস্পরিক ভাব আদান প্রদানের মাধ্যম হিসাবে ফেসবুক ব্যবহার করেন। আপনার লক্ষ্যে যদি হয় ব্যবসা, ক্রেতা আকর্ষণ আপনার জন্য অপরিহার্য। ফেসবুকে সেল বাড়ানো আপনার জন্য জরুরী। অনলাইন ব্যবসায় সফলতার অন্যত্তম চাবিকাঠি সামাজিক মাধ্যমে আপনার পন্যর সরব উপস্থিতি। ফেসবুকে সেল বাড়ানোর কার্যকর উপায় জানা থাকায় আপনার প্রতিযোগী ব্যবসায়ী এগিয়ে রয়েছে। আপনার পন্যর ছবি, পণ্যের গুনগত মানের বর্ননা, ক্রেতা আপনার পন্য কেন কিনবে,আপনার পন্যর বিশেষ বিশেষত্ব কি, ফেসবুকে আপনার পণ্যের ব্যনারটি কি ভাবে সজ্জিত এবং কখন ফেসবুকে পোস্টটি শেয়ার করছেন এসবই আপনার পরিকল্পনায় থাকতে হবে। সর্বপরি ক্রেতার আবেগকে ধারন করতে হবে। আপনি ফেসবুকে একটি বা একাধিক পন্যর পোস্ট শেয়ার করলেন এবং পোস্টটি দৃশ্যমান হলো। আপনি ভাবলেন ব্যবসা হয়ে গেল। বিষয়টি মোটেই সে রকম নয়। এই ধরনের পোস্ট শেয়ার খবুই কমন এবং গতানুগতিক। আপনি অন্যর চেয়ে এগিয়ে থাকতে চান, এখন আপনার করনীয় কি ? আপনি ফেসবুককে জানুন, বুঝুন তারপর বিপনন করুন। আপনার সময়কে এই মাধ্যমক