পোস্টগুলি

ফেসবুকে জনপ্রিয় হওয়ার ০৫টি উপায়

ছবি
  এ এফ এম তানভীর নবী ফেসবুকে জনপ্রিয়তার অর্থ আপনার পেজ ভিউ এবং লাইক ব্যাপকভাবে বেড়ে যাওয়া এবং আপনার  আয়ের পথ ত্বরান্বিত হওয়া। আপনার কোম্পানি ব্রান্ড বা প্রোডাক্ট ব্রান্ড ব্যাবহারকারীদের নিকট সমাদৃত হওয়ার গুরুত্বপূর্ণ নির্দেশক হল ফেসবুকে জনপ্রিয়তা। ফেসবুকের প্রধান নিয়ামক হল ব্যবহারকারীর আধিক্য। আপনার মূল্যবান সময়ের সঠিক সদ্ব্যবহার হল বিভিন্ন কৌশলের প্রয়োগে সময় ক্ষেপন করা। ফেসবুকের বিভিন্ন ফি চারের কাযকারিতা সর্ম্পকে সুস্পষ্ঠ ধারনা রাখা আপনার জন্য জরুরী। আপনার একটি বিষয় অবগত হতে হবে যে বিশ্বব্যাপী সমাদৃত ফেসবুকে জনপ্রিয় হয়ে আর্থিক সাফল্য লাভের পথটি খুবই প্রতিযোগিতামুখর। অর্জনের ইচ্ছাই এখানে যথেষ্ট নয়, মেধা, শ্রম, সময় ও সঠিক কৌশলের প্রচেষ্টা আপনার লক্ষ্যে অর্জনে সহায়ক হতে পারে। সুখের বিষয় হল ভাগ্য সাহসীদের অনুগ্রহ করে। ফেসবুকে জনপ্রিয় হও য়ার একাধিক উপায় আছে। ফেসবুক পরিচালনায় যে বিষয়গুলো আপনাকে বিশ্বাস করতে হবে: আপনার প্রোডাক্টের ব্রান্ড ভ্যালু বাড়ানো। ব্যবহারকারীর আধিক্য এবং ক্রেতায় রুপান্তরের কৌশল রপ্ত করা। ফেসবুক ফিচার সর্ম্পকে সুস্পষ্ঠ ধারনা রাখা। ব্যবহারকারীদের পেজে এনগেজ রাখা ।

ফেসবুকে সেল বাড়ানোর সুনিদিষ্ট কার্যকর উপায়

ছবি
এ এফ এম তানভীর নবী   আপনারা ফেসবুক ব্যবহার করেন এবং ব্যবসা বাড়াতে চান। ফেসবুক ব্যবহারকারীদের অনেকই সামাজিক সর্ম্পক এবং পারস্পরিক ভাব আদান প্রদানের মাধ্যম হিসাবে ফেসবুক ব্যবহার করেন। আপনার লক্ষ্যে যদি হয় ব্যবসা, ক্রেতা আকর্ষণ আপনার জন্য অপরিহার্য। ফেসবুকে সেল বাড়ানো আপনার জন্য জরুরী। অনলাইন ব্যবসায় সফলতার অন্যত্তম চাবিকাঠি সামাজিক মাধ্যমে আপনার পন্যর সরব উপস্থিতি। ফেসবুকে সেল বাড়ানোর কার্যকর উপায় জানা থাকায় আপনার প্রতিযোগী ব্যবসায়ী এগিয়ে রয়েছে। আপনার পন্যর ছবি, পণ্যের গুনগত মানের বর্ননা, ক্রেতা আপনার পন্য কেন কিনবে,আপনার পন্যর বিশেষ বিশেষত্ব কি, ফেসবুকে আপনার পণ্যের ব্যনারটি কি ভাবে সজ্জিত এবং কখন ফেসবুকে পোস্টটি শেয়ার করছেন এসবই আপনার পরিকল্পনায় থাকতে হবে। সর্বপরি ক্রেতার আবেগকে ধারন করতে হবে। আপনি ফেসবুকে একটি বা একাধিক পন্যর পোস্ট শেয়ার করলেন এবং পোস্টটি দৃশ্যমান হলো। আপনি ভাবলেন ব্যবসা হয়ে গেল। বিষয়টি মোটেই সে রকম নয়। এই ধরনের পোস্ট শেয়ার খবুই কমন এবং গতানুগতিক। আপনি অন্যর চেয়ে এগিয়ে থাকতে চান, এখন আপনার করনীয় কি ? আপনি ফেসবুককে জানুন, বুঝুন তারপর বিপনন করুন। আপনার সময়কে এই মাধ্যমক

ব্যবসা বৃদ্ধির জন্য ফেসবুক আপনাকে কি ভাবে সাহায্যে করতে পারে।

ছবি
এ এফ এম তানভীর নবী   ফেসবুক ব্যবহার করে অনেকেই ব্যবসার পরিধি ও  আয় বাড়াতে পারে  । আপনি যদি এখনও ফেসবুকের এই সুযোগটি কাজে না লাগাতে পারেন, আমি বলব, আপনি পিছিয়ে আছেন । আপনার জানা জরুরী ব্যবসা বৃদ্ধির জন্য ফেসবুক আপনাকে   কি ভাবে সাহায্যে করতে পারে। আপনি হয়ত ধারনা করেন  ফেসবুক তো নিছক বিনোদনের একটি  মাধ্যম। এটা সত্য ফেসবুক একটি সামাজিক বিনোদনের মাধ্যম হিসাবে সকলের নিকট জনপ্রিয়। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে, বিপুল সংখ্যক মানুষ এই মাধ্যম ব্যবহার করে এবং তারা বেশ ভাল সময় এখানে ব্যয় করে। বিভিন্ন বয়সের  বিপুল সংখ্যক নারী-পুরুষের ফেসবুক ভিজিট বা উপস্থিতি  ব্যবসা বৃদ্ধির অন্যত্তম কারন। এই ভিজিটরদের সরব উপস্থিতির কারন হল, তারা  বিনোদনের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যে চাহিদা অনুযায়ী খুজে পায়। আপনি হয়ত এখন সন্দেহ করতে পারেন পণ্যে খোজার ঘটনাটি কতটুক সত্য। আমি অনুরোধ করব, আপনি ফেসবুক ভিজিট করুন এবং স্ক্রল করে দেখুন, বিভিন্ন পণ্যে কিভাবে তাদের দাপট দেখিয়ে ফেসবুক তাদের সরব উপস্থিতি জানান দিচ্ছে । অনেক হল, এখন আমরা জানব ব্যবসা বৃদ্ধির জন্য ফেসবুক আপনাকে   কি ভাবে সাহায্যে করতে পারে। যারা ব্যবসা বৃদ