ব্যবসা বৃদ্ধির জন্য ফেসবুক আপনাকে কি ভাবে সাহায্যে করতে পারে।

এ এফ এম তানভীর নবী

 ফেসবুক ব্যবহার করে অনেকেই ব্যবসার পরিধি ও  আয় বাড়াতে পারে  । আপনি যদি এখনও ফেসবুকের এই সুযোগটি কাজে না লাগাতে পারেন, আমি বলব, আপনি পিছিয়ে আছেন । আপনার জানা জরুরী ব্যবসা বৃদ্ধির জন্য ফেসবুক আপনাকে   কি ভাবে সাহায্যে করতে পারে। আপনি হয়ত ধারনা করেন  ফেসবুক তো নিছক বিনোদনের একটি  মাধ্যম। এটা সত্য ফেসবুক একটি সামাজিক বিনোদনের মাধ্যম হিসাবে সকলের নিকট জনপ্রিয়। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে, বিপুল সংখ্যক মানুষ এই মাধ্যম ব্যবহার করে এবং তারা বেশ ভাল সময় এখানে ব্যয় করে। বিভিন্ন বয়সের  বিপুল সংখ্যক নারী-পুরুষের ফেসবুক ভিজিট বা উপস্থিতি  ব্যবসা বৃদ্ধির অন্যত্তম কারন। এই ভিজিটরদের সরব উপস্থিতির কারন হল, তারা  বিনোদনের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যে চাহিদা অনুযায়ী খুজে পায়। আপনি হয়ত এখন সন্দেহ করতে পারেন পণ্যে খোজার ঘটনাটি কতটুক সত্য। আমি অনুরোধ করব, আপনি ফেসবুক ভিজিট করুন এবং স্ক্রল করে দেখুন, বিভিন্ন পণ্যে কিভাবে তাদের দাপট দেখিয়ে ফেসবুক তাদের সরব উপস্থিতি জানান দিচ্ছে ।


অনেক হল, এখন আমরা জানব ব্যবসা বৃদ্ধির জন্য ফেসবুক আপনাকে   কি ভাবে সাহায্যে করতে পারে। যারা ব্যবসা বৃদ্ধির উপায় খোজে তারা ইতিমধ্যে ফেসবুকের সাথে তাদের ব্যসায়িক ভালবাসা স্থাপন করেছে । আপনিও ইতিমধ্যে আশা করি বুঝেছেন । আমি দৃঢভাবে বিশ্বাস করি এখন ফেসবুকের প্রতি ভাল লাগার পরশ একটু হলেও আপনাকে ছুয়েছে । একটা কথা জেনে রাখুন, আপনার ব্যবসায়িক বন্ধু কখনও আপনাকে তার গোপন ব্যবসা রহস্য জানাবে না,  এই গোপনীয়তা ব্যবসার ধরনও বৈকি। বিশ্ব জুড়ে ব্যবসার ক্ষেত্রে সামাজিক মাধ্যমগুলোর প্রাধ্যন্য ব্যবসার মোড় ঘুরিয়ে দিয়েছে। আপনার ব্যবসার লাভ লোকসানের ক্রীড়ানক হল ক্রেতা। ফেসবুকের বিভিন্ন  ব্যবসা বান্ধব চমকপ্রদ ফিচারের সঠিক ব্যবহার  পৌছে দিবে আপনার আকাঙ্খিত ক্রেতার কাছে।আপনি ভালভাবেই অবগত অবগতি আছেন ব্যবসার সেই চিরন্তন বানী- “ক্রেতা হল ব্যবসার লক্ষী।”  এক নিবন্ধে ফেসবুকের ব্যবসায়িক ব্যবহার বিশদ বর্ননা সম্ভব না হলেও আমি আপনাদের জন্য একাধিক লেখার মাধ্যমে ফেসবুকের ব্যবসায়িক টিপসগুলো আলোচনার চেষ্টা করব।


ব্যবসা বৃদ্ধির জন্য ফেসবুকের ব্যবসা বান্ধব মৌলিক ফিচারগুলো কি কি ?

১।   ফেসবুক বিজনেস পেজ ।

২।  ফেসবুক এড

৩। গ্রুপ 

৪। ক্রস স্ট্রীমিং

৫। ক্যারোজেল এড

৬। মার্কেট লিস্টিং

আমেরিকান টিনএজ ব্যবহারকারীদের ইনফোগ্রাফিস চিত্র

ব্যবসার পরিধি বৃদ্ধির জন্য আপনার করনীয় কি ? 

  • আপনার পণ্যের ছবি শেয়ার করুন।

  • পণ্যের গুনাগুন বর্ননা করুন।

  • পণ্যের বিশেষত্ব (স্পেশালিটি) হাইলাইট করুন।

  • পণ্যের শ্রেণি (বয়স অনুযায়ী-পুরুষ/মহিলা) অনুযায়ী সুনিদিষ্ট গ্রপে শেয়ার করুন।

  •  পণ্যের জন্য ভালমানের ভিডিও তৈরি করুন।

  • আপনার পরিচত জনদের ইনভাইট করুনএবংপণ্যেরসর্ম্পকে তাদের মতামত নেয়ার চেষ্টা করুন।

  • আপনার পণ্যের প্রসারে প্রয়োজনে ফ্রিল্যান্সার হায়ার করুন।

সামাজিক মাধ্যমগুলো আপনাকে কিভাবে ব্যবসায় সহায়তা করবে ?

  •     বিভিন্ন সামাজিক মাধ্যম যেমন- ইন্সট্যাগ্রাম, টুইটার, ফেসবুক এ পন্য প্রচার করে।

  •    বিভিন্ন সাইটের  চমৎকার ব্যবসা বান্ধব ফিচার ব্যবহার করার মাধ্যমে। 

  •  মোবাইল ফ্রেন্ডলী আ্যাপ ব্যবহার করে।

  • প্রীয়াম আ্যাপ ব্যবহারে সুযোগ গ্রহন করা যেতে পারে।

  • আপডেটে ভিডিও দেখে ফিচার ও তার ব্যবহার সর্ম্পকে ধারনা পাওয়া যেতে পারে।




ব্যবসা বৃদ্ধির জন্য ফেসবুকের ব্যবহার সর্বজনবিদিত। ব্যবসার অন্যত্তম নিয়ামক হল ক্রেতা বৃদ্ধি ও ক্রেতা সমাগম। ভিজিটরদের ক্রেতায় রুপান্তরের কৌশল নেয়াই হল অন্যত্তম  চ্যালেঞ্জ । এই চ্যালেঞ্জ উত্তরণের নিত্য নুতুন কলা কৌশল উদ্ভাবন জরুরী। আপনার ব্যবসায়িক সাফল্যর জন্য প্রয়োজন প্রযুক্তি বান্ধব মানসিকতা। আপনাকে এই সত্য উপলদ্ধি করতে হবে যে ব্যবসা ক্রমান্বয়ে ডিজিটাল ফরমেটে ধাবিত হচ্ছে ।    আপনি যদি একজন এসএমই ব্যবসায়ী হন, আপনার ব্যবসা পরিচালন ব্যয় সীমিত রেখে সর্বোচ্চ সংখ্যক ক্রেতা অর্জনই লক্ষ্যে হওয়া উচিত। ফেসবুক কার্যকর ব্যবহার সম্ভব হলে আপনি অল্প ব্যয়ে সর্বাধিক ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণে সক্ষম হবেন।  আপনার  উদ্ভাবনী প্রয়াসে, আপনি সক্ষক হবেন ক্রেতা রুপান্তরে। এই ভাবনা কোন স্বপ্ন নয়, এটাই বাস্তব।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেসবুকে সেল বাড়ানোর সুনিদিষ্ট কার্যকর উপায়

ফেসবুকে জনপ্রিয় হওয়ার ০৫টি উপায়